অতিরিক্ত অভিবাসন খরচই বিদেশে প্রবাসী শ্রমিকদের অস্বাভাবিক মৃত্যুর প্রধান কারণ বলে মনে করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বর্তমান সরকার তাই অভিবাসন খরচ কমাতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। আজ বুধবার প্রবাসীকল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হযরত আলী এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শামছুন নাহার এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন,...

